পুরী তছনছ করলেও জগন্নাথ মন্দিরের গায়ে আঁচড় কাটতে পারল না ফণি
নিজস্ব প্রতিবেদন: ফণির আশঙ্কায় খুলে রাখা হয়েছিল জগন্নাথ মন্দিরের পতাকা। তা দেখে অনেকেই আশঙ্কা করেছিলেন। তাণ্ডব চালালেও জগন্নাথ মন্দিরের গায়ে আঁচড় কাটতে পারল না ফণি।
এদিন সকালে ওডিশার পুরীতে আছড়ে পড়ে ফণি। গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সম্মুখে যা এসেছে উড়ে গিয়েছে। রাস্তায় ভেঙে পড়েছে গাছ।
বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্যবাহী পতাকা খুলে রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। টাঙানো হয় ছোট পতাকা।
প্রবল ঝড়ে পতাকা উড়ে যাতে পারে সেই আশঙ্কাতেই খুলে ফেলা হয়। লাগানো হয় ছোট পতাকা। মন্দির কর্তৃপক্ষ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত।
ঝড়ের আশঙ্কা থাকলেও শুক্রবার নিয়ম মেনে ভোর সাড়ে চারটেয় জগন্নাথ দেবের পুজোও হয়েছে। আর ঝড়ে মন্দিরের চারপাশ লন্ডভন্ড হলেও অক্ষত জগন্নাথের ইমারত। ওডিশাবাসীদের বক্তব্য, এমন বহু বিপর্যয়ে কোনও ক্ষতি হয়নি জগন্নাথ মন্দিরের।
এর আগে মেঘ ফেটে বৃষ্টির সময় ভেসে গিয়েছিল গোটা উত্তরাখণ্ড। কিন্তু কেদারনাথ মন্দিরের কোনও ক্ষতি হয়নি। মন্দিরের সামনে এসে পড়েছিল একটি বিশালাকায় পাথর। তার জেরে কমে গিয়েছে স্ত্রোতের গতিবেগ।