দেশজুড়ে কৃষকের ডাক বনধ! বিক্ষোভ, অবরোধ, মিছিলে আন্দোলনের আঁচ কলকাতাতেও

Tue, 08 Dec 2020-5:30 pm,

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠন। বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, টিআরআস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, এনসিপি সহ মোট ১৮টি রাজনৈতিক দল। 

 

বনধ্কে কেন্দ্র করে কোথাও যাতে কোনও  অপ্রিতীকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

 

তবে বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়েছে শহর জুড়ে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথায় রেল অবরোধ। কোথাও আবার অবস্থানে বসেছেন বাম কর্মীরা।

 

সকাল থেকে বনধের প্রভাব পড়ছে যানবাহন পরিষেবাতে। খানিক অসুবিধের মধ্যেই পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। 

যদিও মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যাম চলবে।

চলবে।প্রায় তিনমাস ধরে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন কৃষকরা। পঞ্জাব থেকে আন্দোলন শুরু হলেও পরে তার ঢেউ আছড়ে পড়ে রাজধানী দিল্লিতে।দিল্লি-পঞ্জাব,হরিয়ানা সীমান্তেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link