Sabyasachi Mukherjee: গর্বিত বাঙালি! ভারতের প্রথম ডিজাইনার হিসাবে মেট গালায় অভিষেক সব্যসাচীর...

Soumita Mukherjee Tue, 07 May 2024-8:23 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্যাশন ডিজাইনার হিসাবে এবার ইতিহাস গড়লেন কলকাতার বাঙালি ছেলে সব্যসাচী মুখোপাধ্যায়। তিনিই প্রথম ভারতীয় ডিজাইনার, যিনি হাঁটলেন মেট গালায়। 

মঙ্গলবার এই ঐতিহ্য সমৃদ্ধ মেট গালায় তাঁর পরনে ছিল এমব্রয়ডারিড কটন ডাস্টার কোট, যা সব্য়সাচী রিসর্ট ২০২৪-এর কালেকশন। 

তার সঙ্গেই তিনি পরেছিলেন পান্না, মুক্ত ও হীরের গয়না, যা সব্যসাচী হাই জুয়েলারির বিশেষ কালেকশন। 

শুধু মেট গালায় নয়, নিউ ইয়র্কের রাস্তায় ফটোশ্যুটও করেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান একাধিক তারকারা। 

এদিন সব্যসাচীর পোশাকেই মেট গালায় নজর কাড়েন আলিয়া ভাট।

১৬৩ জন কারিগর, ১৯৬৫ ঘণ্টায় তৈরি হয়েছে সব্যসাচীর ডিজাইন করা সেই শাড়ি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link