পিছিয়ে গেল বৈঠক; করোনা আতঙ্কে বিশ বাঁও জলে এশিয়া কাপ!
করোনা আতঙ্কের জেরে এবার পিছিয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। মূলত এশিয়া কাপের ভেনু ঠিক করাই ছিল এই বৈঠকের লক্ষ্য।
এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে ছিল পাকিস্তান। কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দেয় যে, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল।
পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে নিরপেক্ষ ভেন্যুতে চলে আসতে পারে। এশিয়া কাপ হতে পারে দুবাই কিংবা বাংলাদেশে। ভেনু ঠিক করতেই এই মাসে বৈঠকে বসার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে হচ্ছে না সেই বৈঠক।
করোনার কারণে আইসিসি-র বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। সেখানেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হতে পারে এশিয়া কাপের প্রয়োজনীয় বৈঠক।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট এবার কুড়ি-কুড়ির হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে অথৈ জলে এবারের এশিয়া কাপের ভবিষ্যত্।