বদলে যাচ্ছে নতুন প্যান কার্ড আবেদনের নিয়ম

Sudip Dey Wed, 21 Nov 2018-3:18 pm,

প্যান কার্ডের গুরুত্ব কতটা, সে কথা আমাদের প্রায় সকলেরই জানা আছে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক।

এ বার প্যান কার্ড আবেদনের নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল আয়কর দফতর।

এ বার থেকে নতুন প্যান কার্ডের আবেদনের সময় আবেদন পত্রে বাবার নামের পরিবর্তে মায়ের নাম লিখতে পারবেন আবেদনকারীরা। ৫ ডিসেম্বর থেকে প্যান কার্ডের নতুন আবেদন পত্র পাওয়া যাবে।

এর আগে পর্যন্ত ১৯৬২ সালের আয়কর বিধি অনুযায়ী, প্যান কার্ডের আবেদন পত্রে বাবার নাম বা স্বামীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। এ বার আয়কর বিধির সংশোধন করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট আগেই মায়ের একক অভিভাবকত্বকে (সিঙ্গল মাদার) স্বীকৃতি দিয়েছে। সুপ্রিম কোর্টের সেই রায়কে সম্মান জানিয়ে প্যান কার্ডের আবেদন পত্রে এবং প্যান কার্ডে এই পরিবর্তন আনতে চলেছে আয়কর বিভাগ। সেই মতো ১৯৬২ সালের আয়কর বিধির সংশোধন করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link