রাজ্যপালের কাছে দরবার বাবার, মণীশ খুনে মনোজ ভর্মার নামে লিখিত অভিযোগ বিজেপির
নিজস্ব প্রতিবেদন : নিহত মণীশ শুক্লার বাবা মণি চন্দ্র শুক্লাকে সঙ্গে নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতৃত্ব। রাজভবনের সিঁড়িতে দাঁড়িয়েই বিজেপি নেতৃত্বে দাবিদাওয়া, অভিযোগ শোনেন রাজ্যপাল।
পরে রাজভবন থেকে বেরিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "রাজ্যপালকে জানালাম এ এমন রাজ্য, যেখানে মৃতদেহ ঠিক সময়ে পাওয়া যায় না।"
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, "মমতার পুলিশের উপর ভরসা নেই। CID তদন্তে আস্থা নেই। তাই CBI তদন্তের দাবী করেছি। মনোজ ভর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।"
বিজেপি নেতৃত্বের পাশাপাশি নিহত নেতার পরিবারও রাজ্যপালের কাছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান।
মণীশ শুক্লার বাবার সঙ্গে কথা বলার পর একটি টুইটও করেছেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। সেখানেও তিনি বিজেপি নেতৃত্বে রাজনৈতিক খুনের অভিযোগ ও স্বচ্ছ তদন্তের দাবির কথা উল্লেখ করেছেন।