মেয়েরাই কেন কার্তিক পুজো করতে এত আগ্রহী হয়, জানেন?

Soumitra Sen Thu, 17 Nov 2022-2:33 pm,

কার্তিকের ছটা মাথা জানেন? এজন্য কার্তিকের আর এক নাম তাই ষনমুখ বা ষড়ানন। কার্তিকের স্ত্রীর সংখ্যাও ছয়। এক-একজন স্ত্রী এক-একরূপী কার্তিকের সঙ্গিনী।

কার্তিকের আর এক নাম মুরুগান। দক্ষিণ ভারতে কার্তিক খুবই জনপ্রিয়। কার্তিকের বাহন ময়ূর।  ময়ূরবাহন কার্তিককেই মুরুগান বলা হয়। কার্তিকের বাহন ময়ূর আদতে একজন অসুর ছিলেন। তিনি কার্তিকের হাতে পরাজিত হন।  

 

জানেন, কার্তিক শিবের গুরু হয়েছিলেন? কার্তিক একবার শিবকে 'ওঁ' এর অর্থ জিগ্যেস করলেন। শিব বলতে পারলেন না। কার্তিক বললেন, আমি জানি, আমি আপনাকে বলতে পারি। শিব জানতে চাইলে কার্তিক শর্ত দিলেন, বললেন, আগে আমাকে গুরুপদে বরণ করুন, একমাত্র তা হলেই আমি আপনাকে 'ওঁ' এর অর্থ বলব। অগত্যা শিব কার্তিককে নিজের মাথার উপর বসিয়ে নেন, তখন কার্তিক শিবের কানে-কানে 'ওঁ' এর অর্থ বলেন। তা দেখে পার্বতী কার্তিককে বলেন, তুমি হলে আমার নাথের (শিবের) স্বামী (গুরু); ফলে, তোমার নাম হল স্বামীনাথন।   

কার্তিক কাদের বিয়ে করেছিলেন, জানেন? তিনি বিষ্ণুর দুই কন্যাকে বিয়ে করেছিলেন। একজনের নাম অমৃতবল্লী এবং সুন্দরবল্লী।  

কার্তিকের আরাধনার সঙ্গে একটা সংস্কার জড়িত। কুমারী মেয়েরা কার্তিক পূজা করেন এই প্রার্থনায় যে, তাঁরা যেন কার্তিকের মতো সুন্দর বর পান। 

তিনি হলেন দেবসেনাপতি-- গড অফ ওয়ার। তাঁর অসাধারণ শক্তি ও যুদ্ধকৌশনের সুবাদে কার্তিক এই স্থলাভিষিক্ত। তারকাসুরকে বধ করতেই তাঁর জন্ম। তিনি অসাধারণ শৌর্য ও বীর্যসম্পন্ন দেবতা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link