করোনা পরবর্তী সময়ে নতুন নিয়ম চালু করতে পারে FIFA
করোনায় আক্রান্ত ক্রীড়াবিশ্ব। করোনার প্রভাব কাটলেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যাবে থমকে থাকা সব ফুটবল লিগ।
করোনা পরবর্তী সময়ে ফুটবল লিগ শুরু হলে ফুটবলারদের উপর অসম্ভব চাপ বাড়তে পারে। বাড়তে পারে চোটের প্রবণতা।
চাপ আর চোটের কথা মাথায় রেখে, ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।
আগে ম্যাচে তিনজন করে ফুটবলার বদল করতে পারত যে কোন দল। সোমবার ফিফার টেকনিক্যাল কমিটি আলোচনার পর পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের সুপারিশ করেছে।
৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ফিফার গাইডলাইনে যা ম্যাচ হবে, তাতে ম্যাচে পরিবর্তনের সংখ্যা তিনজনের বদলে পাঁচ জন থাকবে। এমনি সুপারিশ করেছে ফিফার টেকনিক্যাল কমিটি।