Lionel Messi: বিশ্বনাগরিক মেসি? দেশে দেশে ছড়িয়ে `রাজা`র প্রাসাদ!
লিওনেল মেসির দল আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করেন তারা। এবার ফ্রান্সের চ্যালেঞ্জের মুখে পড়বেন মেসি।
এটিই মেসির শেষ ফিফা বিশ্বকাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে তার ভক্তরা রয়েছে যারা প্রতি মুহূর্তে তাঁকে ফলো করে। মেসিকে আইডল মনে করা হয়। ভারতেও মেসির বহু ভক্ত রয়েছে।
এটিই মেসির শেষ ফিফা বিশ্বকাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভক্তদের অবাক করে সারা বিশ্বে মেসির বহু বাড়ি এবং সম্পত্তি রয়েছে।
মেসির বিলাসবহুল বাড়ির মোট খরচ প্রায় ২৩৪ কোটি টাকা। তার মোট সম্পত্তির মূল্য প্রায় ৩২৬৮ কোটি টাকা। বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের মধ্যে তিনি রয়েছেন প্রথম পাঁচ জনের মধ্যে।
মেসির সবচেয়ে দামি এবং বিলাসবহুল বাড়িটি স্পেনের কাছে ইবিজা দ্বীপে। এর দাম প্রায় ১০০ কোটি টাকা।
প্রায় ৫৬ কোটি টাকা মূল্যের মেসির বাংলো রয়েছে বার্সেলোনায়। তিনি সেখানে থাকেন। গুরুত্বপূর্ণ বিষয় হল মেসির স্ত্রী এবং তিন সন্তানও এই বাংলোতেই বেশিরভাগ সময় কাটান।