মার্চের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে দেশের অর্ধেক এটিএম!
গোটা দেশে এটিএমের সংখ্যা কমে অর্ধেক হয়ে যেতে পারে। এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের একটি গাইডলাইনকে ঘিরে।
নিরাপত্তা বাড়ানোর যেসব ব্যবস্থা করতে বলা হয়েছে তার খরচ তাতেই বন্ধ করে দিতে হতে পারে ওইসব এটিএম। বুধবার এনিয়ে হুঁশিয়ারি দিয়েছে কনফেডারেশন অব এটিএম ইনডাস্ট্রিজ।
কনফেডারেশন জানিয়েছে আগামী ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে। তারপরেই বন্ধ করে দেওয়া হতে পারে দেশের ১.১৩ লাখ এটিএম।
কনফেডারেশনের ডিরেক্টর ভি বালাসুব্রহ্মণ্যম জানিয়েছেন আরবিআই যেভাবে সফটওয়ার ও হার্ডওয়ার আপডেট করতে বলেছে তাতে বিপুল খরচ। ফলে বন্ধ করে দেওয়া হতে পারে ওইসব এটিএম।
গত এপ্রিল মাসে আরহবিআই ব্যাঙ্ক ও এটিএম অপারেটরদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলে। এতে খরচ হওয়ার কথা ৪৮০০ কোটি টাকা।