Filmfare 2021: মরণোত্তর সম্মান পেলেন ইরফান, সেরা অভিনেত্রী তাপসী, আর কে কী পেলেন দেখুন

Sun, 28 Mar 2021-6:31 pm,

সেরা ছবি- 'থাপ্পড়'

সমালোচকদের বিচারে সেরা ছবি- ইব আলে ও  (Eeb Allay Ooo) পরিচালনায় প্রতীক ভাট।

সেরা অভিনেতা- ইরফান খান (আংরেজি মিডিয়াম) (মরণোত্তর়)

 

সেরা কোরিওগ্রাফার- ফারহা খান (দিল বেচারা) এই পুরস্কার জেতার কৃতিত্ব সুশান্তকেই দিলেন ফারহা।

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা- অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)

সেরা অভিনেত্রী- তাপসী পান্নু (থাপ্পড়)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী- তিলোত্তমা সোম (স্যার)

সেরা পরিচালক- ওম রাউত (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)

সেরা সহ অভিনেতা- সইফ আলি খান (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)

সেরা সহ অভিনেত্রী- ফারুক জাফার (গুলাবো সিতাবো)

সেরা চিত্রনাট্য- রোহেনা গেরা (স্যার)

সেরা কাহিনী- অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু ওয়াইকুল (থাপ্পড়)

সেরা ডায়লগ- জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)

সেরা সম্পাদন (এডিটর) ইয়াশা পুষ্পা রামচন্দন (থাপ্পড় ছবির জন্য)

সেরা নবাগত পরিচালক- রাজেশ কৃষ্ণণ (লুটকেস)

সেরা নবাগতা অভিনেত্রী- আলিয়া এফ (জাওয়ানি জানেমন)

সেরা মিউজিক অ্যালবাম- প্রীতম (লুডো)

সেরা গীতিকার- গুলজার (ছপাক)

সেরা প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত রাঘব চৈতন্য (পুরুষ) (এক টুকরা ধূপ, থাপ্পড়)

সেরা প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত অসীস কৌর (মহিলা) মলং টাইটেল ট্রাকের জন্য।

সেরা শর্ট ফিল্ম ( নন ফিকশন) ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি।

শর্ট ফিল্মে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন পূর্তী সাভারদেকার (মহিলা)।

শর্ট ফিল্মে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অর্ণব আবদাগিরে (পুরুষ)।

সেরা শর্ট ফিল্ম (ফিকশন) অর্জুন (অভিনয়ে শিবরাজ ওয়াইচাল)।

জনপ্রিয়তার বিচারে সেরা শর্ট ফিল্ম 'দেবী'। (পরিচালনায় প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, মূল ভূমিকায় কাজল)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link