সাশ্রু নয়নে অটলকে বিদায় জানাল দেশ, আবেগতাড়িত `শিষ্য` মোদীও
''মৌত কি উমর ক্যায় হ্যায়? দো পল ভি নহি, জিন্দেডি সিলসিলা, আজ কাল কি নহি....'', দেশবাসীর হৃদয়ে 'অটল' থেকে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
পঞ্চভূতে বিলীন অটলবিহারী বাজপেয়ী।
গান স্যালুট বাহিনীর।
প্রাক্তন প্রধানমন্ত্রী দেহ তোলা হল চিতায়।
বাজপেয়ীর দেহে জড়ানো জাতীয় পতাকা তুলে দেওয়া হল তাঁর নাতনি নিহারিকার হাতে।
স্মৃতি স্থলে মনমোহন সিং ও রাহুল গান্ধী।
বন্ধুকে শেষ বিদায় আডবাণীর।
অটলকে শেষশ্রদ্ধা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
শাসক-বিরোধীকে মিলিয়ে দিলেন বাজপেয়ী। রাষ্ট্রীয় স্মৃতি স্থলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাজনৈতিক গুরু অটলবিহারী বাজপেয়ীকে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বায়ুসেনার প্রধান বীরেন্দ্র সিং ধানোয়ার শেষ শ্রদ্ধা।
শেষ শ্রদ্ধা জানালেন নৌসেনার প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা।
শেষশ্রদ্ধা জানালেন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত।
রাষ্ট্রীয় স্মৃতি স্থলে আনা হল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ।
অশ্রুসজল চোখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অটলকে ঘিরে জনতার আবেগ।
জনতার নেতাকে শেষবার দেখতে রাস্তার দুপাশে ভিড়।
অন্তিমযাত্রায় প্রচুর মানুষের ঢল।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে এখনও অক্ষুন্ন মানুষের আবেগ।
বাজপেয়ীর শেষযাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির সদর দফতর থেকে অন্তিমযাত্রায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিনের বন্ধুকে বিদায় জানালেন লালকৃষ্ণ আডবাণী।
অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বিজেপির সদর দফতরে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি অফিসে অটলকে শ্রদ্ধা জানালের ভুটানের রাজা জিগমে কেশর নামগেল।