অবসান হতে চলেছে একটা যুগের! BSNL ও MTNL বন্ধের সুপারিশ অর্থমন্ত্রকের
নিজস্ব প্রতিবেদন: বিএসএনএল ও এমটিএনএল বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে অর্থমন্ত্রক। একটি সূত্র উদ্ধৃত এমনটাই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। দু'টি রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে আর্থিক ত্রাণের প্রস্তাব দিয়েছে টেলিযোগাযোগ দফতর। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচাতে ৭৪,০০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয় টেলিযোগাযোগ দফতর (ডট)। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
দু'টি সংস্থা বন্ধ করতে খরচ পড়বে ৯৫,০০০ কোটি টাকা। তার মধ্যে রয়েছে ১.৬৫ লক্ষ কর্মীর স্বেচ্ছাবসর প্যাকেজ।
BSNL ও MTNL-এর কর্মীদের মধ্যে রয়েছেন ভারতীয় টেলিযোগাযোগ পরিষেবার (আইটিএস)কর্মীরা। তাঁদের সরাসরি নিয়োগ করা হয়েছে অথবা অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে যোগ দিয়েছেন দুটি সংস্থায়।
ওই কর্মীদের অন্য দফতরে স্থানান্তর করা হবে। এর ফলে সংস্থা বন্ধের খরচ অনেকখানি কমে যাবে।