প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে ১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অর্থবর্ষ, শীঘ্রই ঘোষণা
অর্থবর্ষ বদলাতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটা হলে এপ্রিলের পরিবর্তে জানুয়ারি থেকে শুরু হতে পারে আর্থিক বছর।
শীঘ্রই অর্থবর্ষ বদলের ঘোষণা হতে পারে বলে খবর। ক্যালেন্ডার বছর অর্থাত্ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে অর্থবর্ষ। বর্তমানে এপ্রিল থেকে শুরু হয়ে পরের বছর মার্চে শেষে হয় আর্থিক বছর।
গত ১৫২ বছর ধরে এপ্রিল থেকে মার্চ মাস আর্থিক বছর হিসেবে গণ্য করা হয়ে আসছে। ১৮৬৭ সালে শুরু হয়েছিল এই প্রথা।
বলে রাখি, ২০১৬ সালেও অর্থবর্ষ জানুয়ারি থেকে শুরু হওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছিল। এমন পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যিই যদি অর্থবর্ষের পরিবর্তন ঘটে, তাহলে ঐতিহাসিক বদলের সাক্ষী থাকবে গোটা দেশ।
প্রধানমন্ত্রী সওয়াল করেছিলেন, দেশে কৃষি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির আয় আসার পরই দ্রুত বাজেট পেশ করা দরকার। জুনে দেশে শুরু হয়ে বর্ষা। ফলে বেশিরভাগ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছতে পৌঁছতে অক্টোবর হয়ে যায়। ফলে মাত্র অর্ধেক বছরের মধ্যে প্রকল্পকে বাস্তবায়ন করতে হয়। এরপরই প্রধানমন্ত্রীর উদ্যোগে তৈরি হয় উচ্চপর্যায়ের কমিটি। সেই কমিটি জমা দিয়েছে রিপোর্ট।
এর আগে বাজেট পেশের সময় এগিয়ে এনেছে মোদী সরকার। ১ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হচ্ছে বর্তমানে। চলতি বছরও মোদী সরকারের শেষ বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে ১ ফেব্রুয়ারি।
বিশেষজ্ঞদের মতে, অর্থবর্ষ বদলে সাধারণ মানুষের খুব বেশি ভোগান্তি হবে না। তবে কর জমার ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করতে হবে।