বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা হতে চলেছেন মারিন!
কিছুদিন ধরেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল ফিনল্যান্ডে। প্রবল চাপের মুখে ছিলেন অ্যান্টি রিনে। গত মঙ্গলবার পদত্যাগ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্টি রিনে।
রবিবার খুব কম ব্যবধানে সানা মারিনের কাছে হারেন অ্যান্টি রিনে।
ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাটরা পরিবহণ মন্ত্রী সানা মারিনকে সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী মারিন শপথ নেবেন বলে জানা গিয়েছে। শুধু ফিনল্যান্ডেই নয়, গোটা বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা এখন মারিন। তার পরেই রয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুক, যাঁর বয়স ৩৫।
ফিনল্যান্ডের নব নির্বাচিত প্রধানমন্ত্রী সানাকে তাঁর বয়স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কখনও আমার বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি। কেন আমি রাজনীতিতে এসেছি এটা ভাবি। সেই কারণগুলি ভাবি যে জন্য আমরা জিতলাম।"