মোবাইল নিয়ে ঢুকলেই পরীক্ষার্থীর বিরুদ্ধে FIR, আরও কড়া পর্ষদ
নিজস্ব প্রতিবেদন: জারি হয়েছে নিষেধাজ্ঞা। কড়া নিয়ম। তবুও রোখা যাচ্ছে না মাধ্যমিকে মোবাইলে ব্যবহার। এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে পরীক্ষা বাতিল করা হবে।
কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে FIR করা হবে।
কড়া নির্দেশিকা জারি হয়েছে শিক্ষাকর্মীদের জন্যও। নির্দেশিকা না মানলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না তাঁরা।
নির্দেশ যাঁরা অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে পর্ষদ।