প্যান্ডেল খুলতে গিয়ে আগুন, পুড়ে ছাই সন্তোষপুর ত্রিকোণ পার্কের মণ্ডপ
প্যান্ডেল খুলতে গিয়ে আগুন, পুড়ে ছাই হয়ে গেল সন্তোষপুরের ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপ।
ত্রিকোণ পার্ক দুর্গা পুজো কমিটির সহ-সভাপতি দেবাশিস সরকার জানিয়েছেন, খড়ের প্যান্ডেল হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন তিনি। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই।
জানা যাচ্ছে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
একটি ইঞ্জিনই আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানা যাচ্ছে।