বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত Motorcycle Museum-এ ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০০ বাইক
বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত বাইক মিউজিয়ামে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল ২০০টি আইকনিক মোটরসাইকেল।
অস্ট্রিয়ার The Top Mountain Crosspoint motorcycle museum-এর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের মন খারাপ।
অস্ট্রিয়ার Timmelsjoch Pass-এ অবস্থিত এই মিউজিয়াম। এই পাস অস্ট্রিয়া ও ইতালির মাঝে আল্পস পর্বতে অবস্থিত।
Brough Motorcycles, Indian Motorcyles, Harley-Davidson-এর মতো ব্র্যান্ডের ২৩০টি আইকনিক মোটরসাইকেল ছিল এই মিউজিয়ামে।
মোটরসাইকেল ছাড়া এই মিউজিয়ামে বেশ কিছু vintage গাড়িও ছিল। সেগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশ কয়েকটি Ferraris ও Porsche গাড়িও আগুনে পুড়েছে।
ভোর রাতে আগুন লাগে এই মিউজিয়ামে। কয়েক মিনিটের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে মিউজিয়ামের চারপাশে।
Alban ও Attila Scheiber নামের দুই ভাই ২০১৬ সালে এই মিউজিয়াম তৈরি করেছিলেন। তাঁদের মোটরসাইকেল-এর সংগ্রহ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসতেন।
প্রায় ১০০-র বেশি ধরণের মোটরসাইকেল ছিল এই মিউজিয়ামে। তার মধ্যে বেশিরভাগই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।