বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত Motorcycle Museum-এ ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০০ বাইক

Tue, 19 Jan 2021-5:25 pm,

বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত বাইক মিউজিয়ামে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল ২০০টি আইকনিক মোটরসাইকেল।

 

অস্ট্রিয়ার The Top Mountain Crosspoint motorcycle museum-এর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের মন খারাপ।

 

অস্ট্রিয়ার Timmelsjoch Pass-এ অবস্থিত এই মিউজিয়াম। এই পাস অস্ট্রিয়া ও ইতালির মাঝে আল্পস পর্বতে অবস্থিত।

 

Brough Motorcycles, Indian Motorcyles, Harley-Davidson-এর মতো ব্র্যান্ডের ২৩০টি আইকনিক মোটরসাইকেল ছিল এই মিউজিয়ামে।

 

মোটরসাইকেল ছাড়া এই মিউজিয়ামে বেশ কিছু vintage গাড়িও ছিল। সেগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশ কয়েকটি Ferraris ও Porsche গাড়িও আগুনে পুড়েছে।

ভোর রাতে আগুন লাগে এই মিউজিয়ামে। কয়েক মিনিটের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে মিউজিয়ামের চারপাশে।

 

Alban ও Attila Scheiber নামের দুই ভাই ২০১৬ সালে এই মিউজিয়াম তৈরি করেছিলেন। তাঁদের মোটরসাইকেল-এর সংগ্রহ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসতেন।

 

প্রায় ১০০-র বেশি ধরণের মোটরসাইকেল ছিল এই মিউজিয়ামে। তার মধ্যে বেশিরভাগই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link