Vaishno Devi Fire: বৈষ্ণদেবী মন্দিরে চত্বরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রচুর টাকা, ডকুমেন্টস
নিজস্ব প্রতিবেদন: জম্মুর কাটরায় বৈষ্ণদেবীর মন্দির চত্বরে এক বিল্ডিংয়ে আচমকাই আগুন (Vaishno Devi Fire) লাগল মঙ্গলবার বিকেলে। শর্ট-সার্কিট থেকেই আগুন বলে মনে করা হচ্ছে।
বৈষ্ণদেবী মন্দিরের (Vaishno Devi Temple) মূল চূড়ার কাছেই অবস্থিত ঐ বিল্ডিংয়ে বিকেল ৪ টে ১৫ মিনিটে আগুন লাগে। জানা গিয়েছে, ক্যাশ কাউন্টিং ঘর থেকে ছড়িয়ে পড়ে আগুন।
৪৫ মিনিটেরও উপরে আগুন (Vaishno Devi Fire) জ্বলতে দেখা যায়। জম্মুর পুলিস ইনস্পেকটর জেনারেল মুকেশ সিং অবশ্য জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যদিও ছবিতে দেখা যাচ্ছে ব্যাপক কালো ধোঁয়া নির্গত হচ্ছে ঐ বহুতলের উপর থেকে। জানা গিয়েছে, আগুন লাগার ঘটনায় ঐ বহুতল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর টাকা ও ডকুমেন্টস।
বিকেল সাড়ে চারটে নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। আগুন লাগা মাত্রই অ্যালার্ম বাজায় স্থানীয় এলাকায় মোতায়েন সিআরপিএফ এর জওয়ানরা।