পুড়ে ছাই বাগরি মার্কেট, কীভাবে লাগল আগুন, দেখুন ছবিতে
দশ ঘণ্টা হয়ে গিয়েছে। এখনও বাগরি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আ না সম্ভব হয়নি। দাউ দাউ করে জ্বলছে বিল্ডিংয়ের তিন তলা। ৬ তলায় ছড়িয়ে পড়েছে আগুন।
শনিবার রাত আড়াইটে নাগাদ কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ আগুন লাগে।
বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। বিল্ডিংয়ের দক্ষিণ পশ্চিম দিকে আড়াআড়ি-লম্বালম্বি ফাটল। বিল্ডিংয়ের ওই অংশ ভেঙে পড়ার আশঙ্কা। ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন দমকলকর্মীরা। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়লে, বিপদ আরও বাড়বে। সেক্ষেত্রে আগুন নেভানোর কাজে আরও সমস্যা হবে বলে জানাচ্ছেন দমকলকর্মীরা। আতঙ্কে গোটা এলাকা।
অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার থাকা সত্ত্বেও তা ব্যবহার করা সম্ভব হচ্ছে। ঘিঞ্জি এলাকায় তারে জালে আটকে যাচ্ছে ল্যাডার। মার্কেটে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল।
মজুত দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান। কাছাকাছি জলের উত্স না থাকায় আরও বিভ্রাট বাড়ে। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক দোকান। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।
জানা যাচ্ছে, শনিবার রাত আড়াইটে নাগাদ মার্কেটের হকার স্টলে একটি পারফিউমের দোকানে আগুন লাগে। রাস্তার ধারেই ল্যাম্প পোস্ট থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। পারফিউমের দোকানে একের পর এক ডিওডের্যান্টের ক্যান ফাটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে।