Malda Fire: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়িঘর; মেয়ের বিয়ের টাকা-গহনা ছিল, মাথা চাপড়াতে শুরু করলেন বৃদ্ধ

Wed, 17 May 2023-8:12 pm,

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘরবাড়ি। কয়েক মিনিটের আগুনে ছাই হয়ে গেল পাড়া। সব হারিয়ে মাথা চাপডাচ্ছেন সব হারানো মানুষজন। এরা সবাই পেশায় দিনমজুর। মালদহের রতুয়ার ঘটনা।

বুধবার দুপুরে আগুন লেগে যায় রতুয়া থানার মহাদেবপুর গ্রামে। গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁচল থেকে চলে আগে দমকলের একটি ইঞ্জিন। 

গ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর। দুপুরে দেখা যায় আগুন লেগে যায় একটি বাড়িতে। কয়েক মিনিটেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। গ্রামবাসীদের আক্ষেপ রতুয়ায় দমকলের অফিস থাকলে এতটা ক্ষয়ক্ষতি হতো না।

 

ঘর পুড়ে গিয়েছে কালাম সেখের। ১৫ দিন পরই তাঁর মেয়ের বিয়ে। ঘর হারিয়ে মাথায় চাপড়াচ্ছেন কালাম। জানালেন, মেয়ের বিয়ের জন্য টাকা, গহনা গড়িয়ে ঘরে রেখেছিলাম। সেই টাকা, গহনা সব পুড়ে গিয়েছে। জমির কাগজপত্র ছিল। সেসব পুড়ে ছাই।  এখন আমি নিঃস্ব। কী করব বুঝে উঠতে পারছি না।

 

পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিডিও সাহেব এবং বিধায়ককে খবর দেওয়া হয়েছে। আমরা ওই পরিবারগুলোর পাশে রয়েছি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link