আবাসনে ফাটছিল বাজি, আটকাতে গিয়ে বেধড়ক মার খেয়ে আহত ৭ পুলিস কর্মী
নিজস্ব প্রতিবেদন: সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বাজি ফাটানো। রাস্তায় নয়, কোনও ক্লাবেও নয়, বাজি ফাটানো হচ্ছিল এক অভিজাত আবাসনে।
বন্ধ করতে গিয়ে আক্রান্ত হন পুলিস কর্মী। আবাসনের বাসিন্দাদের হাতে আক্রান্ত সাতজন বেলুড় থানার পুলিস। ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়।
এই ঘটনায় পুলিসেকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিস। এদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে বলে বালি থানার পুলিস সূত্রে খবর।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিস। এই ঘটনায় ধৃত পাঁচজনকে আজ পেশ করা হবে আদালতে। জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে বালি থানার পুলিস।
এ দিকে এই ঘটনায় আবাসনের বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, রাতে বাজি ফাটানো হচ্ছিল। পুলিসকেমারধর করা ঠিক হয়নি। উল্লেখ্য, আক্রান্ত পুলিস কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে টিএল জয়সওয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।