Indian Coast Guard এর সাহায্যে নিয়ন্ত্রণে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজের আগুন
গত মঙ্গলবার থেকেই ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজে ( MV X-Press pear) জ্বলছে আগুন, শেষে আগুন নেভাতে ছুটে যায় Indian Coast Guard। Indian Coast Guard এর সাহায্যে নিয়ন্ত্রণে জাহাজের আগুন।
দিন রাত এক করে লাগাতার সমুদ্রের জল স্প্রে করে নেভান হল আগুন।
ভারত মহাসাগরে বন্দরে প্রবেশের আগে কলম্বোর উপকূল থেকে প্রায় ১৮ কিমি দূরে আগুন লেগে যায় MV X-Press pearএ। জাহাজে থাকা রাসায়নিক থেকেই আগুনের সূত্রপাত বলে উল্লেখ করা হয়।
মাঝ সমুদ্রে দাও দাও করে জ্বলে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন।
আগুনে পুড়ে জাহাজটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া জাহাজ ও তার রাসায়নিক সমুদ্রে মিশে জলকে দূষিত করার ভয় ছিল।
শ্রীলঙ্কার প্রশাসনকে IGC ৪৫০০ লিটার তেল এবং ৪৫০ রাসায়নিক পাওডার উদ্ধার করে দেয়।