KMC Election: পাশে মেয়েকে নিয়ে ছৌ-এর ছন্দে শেষবেলার প্রচারে Firhad
৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বয়ং ফিরহাদ হাকিম। শুক্রবার চেতলা রোডে প্রচার চালালেন তিনি। ১৯ তারিখ নির্বাচনের আগে শেষ প্রচার আজ।
ফিরহাদের মেয়ে বলেন, "বাবার প্রত্যেক নির্বাচনেই আমরা প্রচারে থাকি। প্রচার করা থেকে শুরু করে কাউন্টিং-এ যাওয়া সবেতেই আমরা থাকি।"
ফিরহাদের কন্যা আরও বলেন, "পরিবারের মানুষ কিছু করলে বাকিরা তাঁর পিছনে দাঁড়ায়। ৮২ নম্বর ওয়ার্ড বাবার পরিবার। বাবা নিশ্চয়ই জিতবে।"
প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের সময়ে সবার বাড়ি বাড়ি গিয়েছিলাম। এই নির্বাচনে অনেক দায়িত্ব ছিল। তাই বেশি সময় দিতে পারিনি এই ওয়ার্ডে। সেই কারনেই আজ শেষ দিনে আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। চেতলা আমার বৃহত্তর পরিবার। সেই পরিবারে আমরা একসঙ্গে থাকি। মানুষের যেকোনও দরকারে আমরা একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ি। আমরা সবাই মিলে ভাল থাকি, ভাল আছি।"
তিনি আরও বলেন, "আমায় সবাই জিজ্ঞেস করেছে আমার বিরোধী কে। আমার বিরোধী আমি নিজে কারণ, ৮৫ শতাংশ মানুষ আমাকে ভোট দেন। কিন্তু ১৫ শতাংশ কেন আমায় ভোট দেয় না? নিশ্চয়ই আমার মধ্যে কোনও গাফিলতি আছে। সেটাই আমার লক্ষ আমি ১০০ শতাংশ মানুষের সমর্থন চাই, ভালবাসা চাই। জীবনের যতটা দিন আর আছে, আপনাদের হয়ে থাকতে চাই। জতদিন বাঁচব আপনাদের সেবা করব এই ব্রত আমি নিয়েছি।"
ফিরহাদ জোর দিয়ে বলেন যে তিনি ১০০ শতাংশ জানেন যে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে। কারণ বিরোধীরা কোর্টে আছে, টিভিতে আছে, কিন্তু রাস্তায় নেই, মানুষের সঙ্গে নেই। মানুষের সঙ্গে তৃণমূলই আছে।
ফিরহাদ দাবি করেন যে তাঁর কাজের কোনও বিরোধী নেই এবং তিনি কাউকে বিরোধী মনে করেন না।
প্রচারে দেখা যায় রঙিন ছোঁয়া। ছৌ-এর তালে তালে এগিয়ে যায় ফিরহাদের প্রচার।
প্রচারের ফাকে দেখা করে নেন বৃদ্ধাবাসের বাসিন্দাদের সঙ্গে