মেলালেন প্রধানমন্ত্রী! কারেন্সি ভবনে পাশাপাশি পুরনো সতীর্থ মুকুল-ফিরহাদ
নিজস্ব প্রতিবেদন: সেই ২০১৭ সালের নভেম্বরে রংবদল করেছিলেন। আর একজন এখন কলকাতার মেয়র। পুরনো সতীর্থরা আজ বৈরী। কিন্তু ২০২০ সালে ১১ জানুয়ারির শীতের সন্ধে মিলিয়ে দিল মুকুল-ফিরহাদকে।
কারেন্সি ভবনের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতে দেখা গেল মুকুল রায় ও ফিরহাদ হাকিমকে। যদিও দুজনের মধ্যে কোনও কথা হয়নি। অন্তত তেমনটাই খবর।
তার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাল ও ফুল দিয়ে অভ্যর্থনা জানান ফিরহাদ হাকিম। তারপর রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন, ''এটা সাংবিধানিক দায়িত্ব। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রীরা। মিনিস্টার ইন ওয়েটিং-ও থাকে। ফিরহাদ হাকিম রাজ্যের মিনিস্টার ইন ওয়েটিং। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলেন।''
মোদী-মমতা বৈঠক নিয়ে কটাক্ষ করে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন,'' মোদী-মমতা তো আডবাণীর স্কুলে একসঙ্গে পড়তেন। ক্যা ক্যা ছিঃ ছিঃ বলেছিলেন। এখন বলবেন আসলে কাকাছিছি বলতে চেয়েছিলাম।''