পুরসভার মেয়র পদে নির্বাচনের আগের দিন প্রাক্তনকে ফোন ফিরহাদের
কমলিকা সেনগুপ্ত: মেয়র নির্বাচনের আগেরদিন প্রাক্তনকে ফোন করলেন ববি হাকিম। প্রসঙ্গত, সোমবার কলকাতা পুরসভায় মেয়র নির্বাচনের ভোটাভুটি।
অতিসম্প্রতি দুই দফতরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে বিরত করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শোভনবাবু কথা শোনেননি বলে দাবি করেন তিনি। এরপরই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে শোভনকে ইস্তফা দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম। তবে মামলাটি ধোপে টেকেনি। ফলে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে ববির কোনও বাধা নেই।
সংখ্যা্ না থাকলেও তৃণমূলকে চ্যালেঞ্জ করে বসেছেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। বিজেপির হাতে ৫জন কাউন্সিলর থাকলেও মেয়র পদে মনোনয়ন জমা দেন তিনি। ফিরহাদ হাকিম বলেন,''আমার সঙ্গে ১২২ জন কাউন্সিলর রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই প্রার্থী হতে পারেন''।
রবিবার প্রাক্তন মেয়রকে ফোন করেন ববি হাকিম। সোমবার ভোটাভুটিতে শোভন চট্টোপাধ্যায়কে পুরসভায় আসার অনুরোধ করেন ভাবী মেয়র। বলে রাখি, এদিন বেহালার একটি অনুষ্ঠানে সুব্রত বক্সীর সঙ্গে দেখা গিয়েছে ববির পূর্বসূরীকে।
বলে রাখি, ফিরহাদ হাকিমের সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক শোভন চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যেই ভাবী মেয়র জানিয়ে রেখেছেন, শোভনবাবু ফিরতে চাইলে চেয়ার ছেড়ে দেবেন।
এদিন খোশমেজাজে ফুটবল নিয়ে খেলতে দেখা যায় ফিরহাদ হাকিমকে।