সুজাপুর বিস্ফোরণে দুর্গতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম
নিজস্ব প্রতিবেদন : মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য় সরকারের তরফে তাদের হাতে তুলে দিলেন ক্ষতিপূরণের চেক।
মালদার সুজাপুরে জ্ঞানপাড়া বলে একটি জায়গায় একটি প্লাস্টিক কারখানায় আজ ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। আহতও হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। পরে কলকাতা নিয়ে আসার পথে মৃত্যু হয় কারখানা মালিক আবদুল সাহেদের।
বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ পাওয়া মাত্রই হেলিকপ্টারে সুজাপুরের উদ্দেশে রওনা হয়ে যান ফিরহাদ হাকিম।
একইসঙ্গে রাজ্য সরকারের তরফে নিহতদের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এই বিস্ফোরণকে একটি দুর্ঘটনা বলে জানানো হয়েছে। প্লাস্টিক প্রসেসিং মেশিনে কাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে।