ভিক্ষে করে ক্লাব চালাই, সমাজ সেবা করি, নারদা-বিতর্কে জবাব ফিরহাদের
নারদা-কাণ্ডে নাম জড়িয়েছিল ফিরহাদ হাকিমের। ২০১৬ সালের নির্বাচনের আগে চাঞ্চল্য ফেলে দিয়েছিল নারদার স্টিং অপারেশনের ভিডিও। জি ২৪ ঘণ্টার ফেস অফে সেই নারদা নিয়ে প্রশ্ন করলেন এডিটর অনির্বাণ চৌধুরী।
নারদা ঘটিত বিতর্ক না হলেই ভাল হত না? ফিরহাদ হাকিমের জবাব,''আমি বিশ্বাস করি ভগবান আছে। সত্য উদঘাটন হবেই। অন্যায়ভাবে আমাদের চোর বদনাম দেওয়া হয়েছে। ফাঁসানো হয়েছে''।
সাধারণের থেকে অনুদান নিয়ে সমাজসেবা থেকে ক্লাব চালান বলেও দাবি করেন ফিরহাদ হাকিম। বলেন, ''কেউ অনুদান দিতে এসে ঘুষ প্রমাণ করার চেষ্টা করা অন্যায়। আমি পুজো করি, ক্লাব করি, সমাজ সেবা করি-সবই ভিক্ষে করে''।
একইসঙ্গে গোটা বিষয়টি রাজনৈতিক ফায়দা তোলার জন্যই ঘটনা হয়েছিল বলে দাবি করেন ফিরহাদ হাকিম। তাঁর প্রশ্ন, তদন্ত শেষ হলেও আদালতে কেন রিপোর্ট দিচ্ছে না কেন? রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল, পারেনি।