ফল নিয়ে সন্দিহান! ভোটের আগে ঠিকাদারদের পাওনা টাকা বুঝে নেওয়ার পরামর্শ ফিরহাদের

Subhankar Mitra Wed, 23 Oct 2019-7:16 pm,

নিজস্ব প্রতিবেদন: পুরভোটের আগে ঠিকাদারদের পাওনাগন্ডা বুঝে নেওয়ার পরামর্শ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ। একইসঙ্গে দিলেন সময়ে কাজ শেষ করার নির্দেশও। 

ফিরহাদ হাকিম ঠিকদারদের নির্দেশ দিয়েছেন, সময়ে কাজ না করতে পারলে কালো তালিকা ভুক্ত করা হবে। প্রি টেন্ডার আবশ্যিক। টেন্ডার হওয়ার আগে সব পরিষ্কার করে আলোচনা করে নিতে হবে। পরে সময় বা টাকা কোনওটাই বাড়ানো যাবে না।  

সামনের বছর কলকাতা পুরসভার ভোট। মেয়র নিজেই বলেছেন, এপ্রিলে হতে পারে নির্বাচন। কিন্তু ভোটের ফল নিয়ে কি সন্দিহান ফিরহাদ হাকিম?  ঠিকদার মেয়র জানিয়ে দিয়েছেন, এপ্রিলে পুরভোট। এমন ভাবে দরপত্র দিন যাতে কাজ শেষ হবে ফেব্রুয়ারিতে। মার্চে টাকা পেয়ে যাবেন। তারপর টাকা না পেলে আমার দায় নেই। ভোটের পর কী হবে কেউ জানে না।

মেয়র বলেছেন,''আমি মেয়র থাকতেও পারি। না-ও থাকতে পারি। কে মেয়র হয়ে আসবে কেউ জানে না? পেমেন্ট আটকে গেল। তার দায় আমি নেব না।'' 

 

তাহলে ভোটের ফল নিয়ে কি সংশয়ে খোদ মেয়র? লোকসভা ভোটে ১৮টি আসন প্রাপ্তির পর রাজ্যের পুরসভাগুলি দখলের ছক কষেছে বিজেপি। আর কলকাতা পুরসভা তো তাদের পাখির চোখ। কলকাতা পুরসভার দখল নিতে পারলে বিধানসভা ভোটের আগে তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যাবে।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link