ছুটির দিনে সাতসকালে বাড়ি বাড়ি চটের ব্যাগ বিলি করবেন ফিরহাদ
নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিক বন্ধ করতে এবার পথে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার সকাল ৮টায় নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চটের ব্যাগ বিলি করবেন।
প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। তবুও অনেকে এখনও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করেননি।
বাসিন্দাদের হাতে চটের ব্যাগ পৌঁছে দিয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অনুরোধ করবেন মেয়র।
প্লাস্টিক দূষণ রুখতে গোটা বিশ্বে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হচ্ছে। দেশের অনেক শহরে প্লাস্টিক কেনাবেচা বন্ধ। এমনকি রাজ্যের অনেক পুরসভা এলাকাতেও প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
কলকাতায় এখনও অনেক জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করতে দেখা যাচ্ছে। প্লাস্টিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করাই মেয়রের মূল লক্ষ্য।