শ্রীভূমির মণ্ডপে ছবি বিতর্কে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

Wed, 10 Oct 2018-8:42 pm,

শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোমণ্ডপে রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিমের একটি ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ফেসবুকে। 

বিজেপি সমর্থক ও গেরুয়া শিবিরের লোকজন ছবিটি ঢালাও শেয়ার করেছেন। 

বিতর্কিত এই ছবিটিতে দেখা যাচ্ছে, শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে প্রতিমার দিকে পিছন করে গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ববি হাকিম। তাঁর বাম পা-টি উঠে রয়েছে। 

এই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলছে, দুর্গা প্রতিমার দিকে পা দেখিয়ে হিন্দুদের দেবীকে অপমান করেছেন তৃণমূলের নেতা। 

 

ভাইরাল হওয়া এই ছবিটি নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম। তাঁর সংক্ষিপ্ত জবাব, ''পা টা-ই দেখলি, মনটা দেখলি না''! 

ববি হাকিমের এক অনুগামী ফেসবুক পোস্টে লিখেছেন, ছোটবেলায় নিজের মায়ের নতুন কাপড় নিয়ে চেতলা অগ্রণীর প্যান্ডেল তৈরি করেছিলেন ববি হাকিম। আজ সেই পুজো বিশ্বখ্যাত। চেতলায় দেবীদর্শনে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। আসলে ফিরহাদ হাকিম সংখ্যালঘু। তাই ধর্ম তুলে সুড়সুড়ি দিতে চাইছে গেরুয়া শিবির।  

তৃণমূল নেতৃত্বের দাবি, এসবই আসলে বিজেপির মেরুকরণের ছক। উত্সবেও রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইছে বিজেপির লোকজন। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link