ছবি: বদলাচ্ছে দেশ, চালু হচ্ছে ভারতের প্রথম AC Railway Station

Mon, 15 Mar 2021-8:30 pm,

নিজস্ব প্রতিবেদন: রেলস্টেশনেও এবার বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধা। দেশের প্রথম কেন্দ্রীকৃত বাতানুকূল রেলস্টেশনে তৈরি হল বেঙ্গালুরুতে। 

বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানের রেল টার্মিনাল তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে। স্টেশনটির নামকরণ করা হয়েছে এম বিশ্বেশ্বরায়ের নামে।   

এই স্টেশনটি চালু হলে কেএসআর বেঙ্গালুরু ও যশবন্তপুর স্টেশনেক ভিড় অনেকটাই কমবে। দক্ষিণ পশ্চিম রেলের মুখপাত্রের কথায়, '২০১৫-১৬ সালে বয়াপ্পানাহাল্লিতে তৃতীয় কোচ টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।'    

এই শীতাতপ নিয়ন্ত্রিত স্টেশনটি তৈরি করতে লেগেছে ৩১৪ কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই চালু হয়ে যাওয়ার কথা ছিল। তবে করোনার কারণ কাজ সময়ে সম্পূর্ণ করা যায়নি।

অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মিত হয়েছে এই রেলস্টেশনটি। স্টেশনের ভিতরেও থাকছে আধুনিক ব্যবস্থা।     

দিনে ৫০টি ট্রেন এই স্টেশনে থামতে পারবে। স্টেশন ভবনটি ৪২০০ বর্গমিটার। প্রতিদিন ৫০,০০০ পা (Footfall) পড়তে পারে স্টেশনে। টার্মিনালে রয়েছে ৭টি স্টেশন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link