করোনা এবার হানা দিল রোহিঙ্গা শিবিরে, বড়সড় বিপদের আশঙ্কা বাংলাদেশে
এবার করোনা হানা দিল বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে। ঢাকার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু'জন শরণার্থী করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। বড়সড় বিপদের আশঙ্কা করছে বাংলাদেশের প্রশাসন।
এই শিবিরে কম করে দশ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করে। ঘেষাঘেষি করে থাকে তাঁরা। ফলে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই নেই। সংক্রমণ দ্রুত ছড়াতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
ওই রোহিঙ্গা শিবিরে মোট ৩৬ জনের টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে দুজন পজিটিভ হয়েছেন। ওই দুজনের সংস্পর্শে থাকার সন্দেহে আরও ছজনকে আলাদা করে রাখা হয়েছে।
আক্রান্ত দু'জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বড়সড় বিপদের আশঙ্কা করে ১২টি সেন্টারে ১৯০০ বেড—এর ব্যবস্থা করা হয়েছে। যাতে সংক্রমণের হার বাড়লে প্রাথমিকভাবে রোগীদের আইসোলেশনে রাখা যায়।
বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই রোহিঙ্গা শিবিরগুলি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেখানকার স্বাস্থ্য কর্তারা। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। তবে ১৪ মার্চ থেকে রোহিঙ্গা শিবিরগুলিতে লকডাউন জারি রয়েছে।