Amrit Bharat Express: এল সম্পূর্ণ নতুন ট্রেন! `অমৃত ভারতে`র বিশেষত্ব জানলে চমকে উঠবেন...

Soumitra Sen Sat, 30 Dec 2023-2:09 pm,

আজ শনিবার অযোধ্যায় অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 

রেলের আধিকারিকেরা জানিয়েছেন, ট্রেনটি সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তির সহায়ে তৈরি। এতই সূক্ষ্ম ও উন্নত এর নির্মাণ যে, এটিকে 'জার্ক-ফ্রি'ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেন 'জার্ক-ফ্রি'? রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনের নির্মাণে সম্পূর্ণ নতুন ধরনের কাপলার ব্যবহার করা হয়েছে। এগুলিকে বলে 'সেমি-পার্মানেন্ট কাপলার'। 

এই 'সেমি-পার্মানেন্ট কাপলারে'র দৌলতে যাত্রা হবে সম্পূর্ণ স্মুদ-ফ্রি, মসৃণ! কিন্তু গতি কম নয়। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।

'সেমি-পার্মানেন্ট কাপলার' প্রযুক্তি ছাড়াও এলএইচবি কোচ-বেসড এই অমৃত ভারত ট্রেনে থাকছে আরও বিস্ময়। থাকছে হরাইজন্টাল স্লাইডিং উইন্ডো সিস্টেম, ইমার্জেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট ইত্যাদি আরও অনেক কিছু। 

 

সবচেয়ে বড় কথা এর টয়লেটে থাকছে 'ডাস্ট-সিলড ওয়াইডার গ্যাংওয়েস', 'এরোসল-বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেমে'র মতো ব্যবস্থা।

 

রিজার্ভেশন চার্জ এবং অন্য চার্জ বাদ দিলে এই ট্রেনে ১ কিমি থেকে ৫০ কিমি দূরত্ব অতিক্রমের জন্য ভাড়া লাগবে ৩৫ টাকা। যা এই গোত্রের অন্য ট্রেনের ভাড়ার চেয়ে ১৫ থেকে ১৭ শতাংশ বেশি।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link