Jagannath Temple in London: ব্রিটেনের মাটিতে প্রথম... `পুরী`র জগন্নাথ মন্দির এবার লন্ডনেও!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে প্রথম জগন্নাথের মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবার জগন্নাথের মন্দির তৈরি হবে লন্ডনে।
লন্ডনে জগন্নাথের মন্দির তৈরি করবেন প্রবাসী ওড়িয়ারাই। ২৫০ কোটি টাকা ব্য়য়ে তৈরি হবে এই জগন্নাথের মন্দির।
মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই ২৫০ কোটি টাকা আর্থিক অনুদানের কথা জানিয়েছেন ওড়িশার শিল্পপতি বিশ্বনাথ পট্টনায়েক।
বিদেশের মাটিতে কোনও মন্দির নির্মাণে এই বিপুল পরিমাণ অনুদান ইতিহাসে এই প্রথম। আশায় বুক বাঁধছেন তাই প্রবাসীরা।
২০২৪ সালের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে লন্ডরে পুরীর আদলে জগন্নাথের মন্দির। ইতিমধ্যেই ১৫ একর জমি চিহ্নিত করা হয়ে গিয়েছে।
মন্দির নির্মাণের অনুমতি নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার পরিষদে একটি আবেদনও জমা দেওয়া হয়েছে। এবার জমি কেনার পালা।