চন্দ্রযান-২ তে বসে মুম্বই থেকে চাঁদে পাড়ি দিলেন সিদ্ধিদাতা গণেশ!
লালবাগচা রাজা। মুম্বইয়ের এই জনপ্রিয় গণেশ পুজো দেখতে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন। আর প্রতিবারেই চমক অপেক্ষা করে তাঁদের জন্য। এবারও তার অন্যথা হল না।
গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইতে এখন উত্সবের মেজাজ। আর প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের অন্যতম সেরা গণেশ পুজো লালবাগচা রাজা দেখতে ভিড় উপচে পড়ছে।
লালবাগচা রাজার এবারের থিম চন্দ্রযান-২। মহাকাশে পাড়ি দিয়েছেন সিদ্ধিদাতা গণেশ। তাঁকে ঘিরে রয়েছেন একাধিক মহাকাশচারী।
১৯৩৪ সাল থেকে মুম্বইয়ের সেরা পুজোগুলির মধ্যে একটি লালবাগচা রাজা। প্রতিবারের মতো এবারও ১১ দিন লালবাগচা রাজা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
চন্দ্রযান-২ তে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছেন লালবাগচা রাজা! আর সেই থিম দেখার জন্য ভিড় করছেন দর্শনার্থীরা।