স্বাধীনতার প্রথম পাতা...
১৯৪৭ সালের ১৪ অগস্ট। মধ্যরাতের টাউন হল। এখান থেকেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর বিখ্যাত ‘ট্রিস্ট উইথ ডেস্টিনি’ বক্তৃতা রেখেছিলেন। ৩৩ কোটি ভারতবাসীর কাছে সেটা ছিল মধ্যরাতে সূর্যদয়। ভোরের আলো ফুটতে না ফুটতে হাতে তেরেঙ্গা পতাকা আর বন্দেমাতরম্ বন্দনায় বেরিয়ে পড়েন স্বাধীন দেশের মুক্ত নাগরিকরা।
সংবাদপত্রের জগতেও ১৫ অগস্ট ছিল এক বিশেষ দিন। আসলে সংবাদকর্মীরাও জানতেন, এ দিনের কাগজের প্রত্যেকটি পাতা ইতিহাসের দলিল হিসাবে চিহ্নিত হবে। এক নজরে দেখে নেওয়া যাক, দেশের প্রথম সারির কিছু সংবাদপত্রের প্রথম পাতা এবং শিরোনাম।
বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা
দ্য স্টেটসম্যান- জন্ম হল দুই দেশের
ইংরেজি দৈনিক, অমৃত বাজার পত্রিকা
দ্য হিন্দুস্তান টাইমস: ভারত স্বাধীন, ব্রিটিশ শাসনের অবসান।
ইন্ডিয়ান এক্সপ্রেস: ‘ইন্ডিয়া সেলিব্রেটস ফ্রিডম’।
দ্য টাইমস অব ইন্ডিয়া: ভারতের স্বাধীনতার জন্ম হল। নতুন জীবন পেল জাতি।
হিন্দি পত্রিকা, হিন্দুস্তান
পাক দৈনিক ডন: এ দিনের শিরোনাম ছিল “পাকিস্তানের জন্ম ইতিহাস তৈরি করল”
নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউন: এটি ১৯৪৭ সালে ১৪ অগস্টের পত্রিকা