কলকাতার প্রথম সেফ হাউস সেন্টার তৈরি হল আনন্দপুরে
সুকান্ত মুখোপাধ্যায়: কলকাতার প্রথম সেফ হাউস সেন্টার তৈরি হল আনন্দপুরে। ৪০০ বেড থাকছে এই বহুতলে।
অল্প কিছুদিন আগেই তৈরি হওয়া বিজনেস পার্কে কোনও অফিস কাজ শুরু করেনি। সেই সুযোগেই এই বাড়িটিকে সেফ হাউস হিসেবে ব্যবহার করছে পুরসভা।
পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ছাড়াও অতীন ঘোষ, শান্তনু সেনরা সেফ হাউস পরিদর্শন করেন।
উপসর্গহীন করোনা আক্রান্ত, তাদের পরিজনদের এখানে রাখা হবে। তবে যাদের বাড়িতে কোয়ারেন্টিনের ব্যবস্থা নেই বা বস্তিবাসীরা এখানে থাকার সুযোগ পাবেন।
জানা গিয়েছে, এরপর বালটিকুরিতেও সেফ হাউজ তৈরি হচ্ছে।