Bohurupi: প্রথম বাংলা ছবি হিসাবে বক্সঅফিসে ইতিহাস! সব রেকর্ড ভেঙে বহুরূপী ঘরে তুলল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
জানা গিয়েছে, এই প্রথম কোনও বাংলা ছবি যার আয় ছাড়াল ১০ কোটি। দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছে এই ছবি।
বর্তমানে বহুরূপী ছবির আয় দাঁড়িয়ে আছে ১১.০৪ কোটি টাকা।
অভিনয়ের পাশাপাশি ছবির প্রত্যেকটি গানও সমান তালে জনপ্রিয়তা পেয়েছে।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।
উল্লেখ্য, ছবির অগ্রিম টিকিট বুকিং শুরুর আগেই ৫০ লক্ষ টাকা আয় করে প্রযোজনা সংস্থা। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয় ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজ়িক।