চিন-ভারত সীমান্তে প্রথম মহিলা কমব্যাট অফিসার
আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির উত্থান।আইটিবিপি-তে প্রথম মহিলা কমব্যাট অফিসার হিসেবে নিযুক্ত হলেন ২৫ বছরের প্রকৃতি।
২০১৬ সালে কমব্যাটে মহিলাদের নিয়োগে ছাড়পত্র দিয়েছিল আইটিবিপি।
পদবি ছাড়াই প্রকৃতি নামেই নিজেকে পরিচয় দেন এই তরুণী। জাতপাত থেকে মুক্তির লক্ষ্যে মেয়ের নামের সঙ্গে পদবি পদবি যোগ করেননি প্রকৃতির মা-বাবা।
সিএপিএফে অফিসার নিয়োগে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন প্রকৃতি। প্রথম চেষ্টাতেই সফল হয়েছেন তিনি।
পিটিআইকে প্রকৃতি জানিয়েছেন,''২০১৬ সালে মার্চে সংবাদমাধ্যমে দেখেছিলাম, কমব্যাটে মহিলাদের নিয়োগ করছে সরকার। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি, আইটিবিপি-তে যোগ দেব।''
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রকৃতি। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আইটিবিপির ছাউনিতে রয়েছেন। শীঘ্রই দেরাদুনে সেনা প্রশিক্ষণে যোগ দেবেন তিনি।
আইটিবিপি-র এক আধিকারিক জানিয়েছেন, দেরাদুনে প্রশিক্ষণ শেষে পরের বছর অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট হিসেবে যোগ দেবেন তিনি। সীমান্তের ছাউনিতে তাঁকে পাঠানো হবে।
কনস্টেবল স্তরে মহিলাদের কমব্যাটে নিযুক্ত করে সেনা। ২০১৩ সালের পর বিএসএফ ও সশস্ত্র সীমা বলে সরাসরি মহিলাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। চিন-ভারত সীমান্তে প্রতিকূলতার জেরে নজরদারের ভূমিকায় মহিলাদের নিয়োগ করেনি আইটিবিপি।
এলএসি-তে ৩,৪৮৮ কিলোমিটার ভারত-চিন সীমান্তে পাহারার দায়িত্বে আইটিবিপি। ১৯৬২ সালে চিনের আগ্রাসনের পর এই বাহিনী গঠন করা হয়েছিল। আইটিবিপি-তে মহিলা অফিসার থাকলেও কমব্যাটে কেউ ছিলেন না।