চিনা প্রযুক্তিতে তৈরি ইস্ট-ওয়েস্ট মেট্রোর নয়া রেকের ফার্স্টলুক
চিনা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মেট্রো রেকটি নিয়ে আসা হল নোয়াপাড়ায়।
আপাতত ১টি রেক নিয়ে আসা হয়েছে। ২০২০ সালের মধ্যে আরও ১৩টি রেক আসবে কলকাতা।
নয়া রেকে যাত্রী সুরক্ষায় দেওয়া হয়েছে বিশেষ জোর। ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে প্রত্যেক কোচের লাইভ ফিড পাবেন চালক ও গার্ড।
ফলে আপৎকালীন পরিস্থিতিতে যথোপযুক্ত তত্ক্ষণাত্ ব্যবস্থা নিতে পারবেন তৈরি হলে তার আপডেট পাওয়া যাবে দ্রুত.
প্রত্যেক কোচে থাকছে টকব্যাক সিস্টেম। যার মাধ্যমে যাত্রীরা সরাসরি চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।