দারুণ খবর! রাজধানীর মেনুতে ফিরছে ফিশফ্রাই
রাজধানীর ৫০ বছর উপলক্ষে যাত্রীদের ফিশফ্রাই খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে IRTC।
১৯৬৯ সালের ৩ মার্চ গোটা দেশের মধ্যে প্রথম রাজধানী চলেছিল কলকাতা-দিল্লির মধ্যে।
রাজধানীর সেই যাত্রার মূল আকর্ষণ ছিল তার খাবার। যার মধ্যে ফিশফ্রাই ছিল অন্যতম।
কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে মেনু থেকে বাদ পড়ে ফিশফ্রাই।
এই রবিবার রাজধানীর প্রথম যাত্রার ৫০ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে এই রবিবার হাওড়া থেকে যে রাজধানী ছাড়বে, তার যাত্রীদের জন্য থাকছে ফিশফ্রাইয়ের বন্দোবস্ত।
প্রায় এক দশক পর ফিশফ্রাইয়ের স্বাদ পাবেন রাজধানীর যাত্রীরা।
তবে শুধু ওই একদিনই। দাম আর সাধের মধ্যে অনেক ফারাক। তাই আপাতত ওইদিনই শুধু ফিশফ্রাই দেওয়া হবে।