মানুষের মতো দেখতে মাছ! পর্যটকের শেয়ার করা ভিডিয়োয় চাঞ্চল্য

Sun, 10 Nov 2019-1:12 pm,

মানুষের মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে। যেন শরীরটা মাছের মতো। আর মুখটা মানুষের। এমনই এক অদ্ভুত দর্শন মাছের দেখা পেয়েছেন একজন চিনা পর্যটক। 

দক্ষিণ চিনের মিয়াও গ্রামের একটি লেকে এমন অদ্ভুত দর্শন মাছের দেখা পেয়েছেন সেই পর্যটক। তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে এখন জোর জল্পনা চলছে। 

সেপ্টেম্বরে নরওয়ের অ্যান্ডোয়া দ্বীপে একজন মত্সজীবী একটি মাছ ধরেছিলেন যার মুখের সঙ্গে ডাইনোসরের মুখের মিল ছিল। সেই মাছের ভিডিয়ো নিয়েও জোর আলোচনা চলেছিল। কাঁকড়া ও শামুক ছিল সেই মাছের প্রধান খাবার। 

চিনের সেই গ্রামের লেকে দেখা পাওয়া মাছটির মুখে যেন মানুষের মতো নাক, চোখ, মুখ রয়েছে। আসলে খুব কাছ থেকে দেখে সেই মহিলা পর্যটক লক্ষ্য করেছেন, মাছটির মুখে একাধিক দাগ রয়েছে। সেগুলোই মাছটির মুখের চেহারা বদলে দিয়েছে। 

নিচের ভিডিয়ো লিঙ্ক-এ আপনারা সেই অদ্ভুত দর্শন মাছের ঝলক দেখতে পারেন। সেই পর্যটক বলেছেন, এই মাছের সঙ্গে রূপকথার মাছের মিল রয়েছে যেন!

https://www.youtube.com/watch?time_continue=8&v=cFD5K2mET9k&feature=emb_logo

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link