IPL-এর মহাযজ্ঞে চিনা হটিয়ে দেশি স্পনসরের দৌড়ে পাঁচ ভারতীয় সংস্থা
চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই।
সূত্রের খবর আইপিএল-এর টাইটেল স্পনসর হতে শুক্রবার (ডেডলাইন) পর্যন্ত পাঁচটি ভারতীয় সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।
ক্রিকেটের মহাযজ্ঞে টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান-পতঞ্জলি।
আইপিএল টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।
শিক্ষা বিষয়ক অ্যাপ বাইজু IPL টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে।
আরও একটি শিক্ষা বিষয়ক অ্যাপ আনঅ্যাকাডেমি IPL টাইটেল স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে টাটা গ্রুপ।
এছাড়া ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন এবং মাই সার্কেল ইলেভেন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে কড়া টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। মেগা ফাইনাল ১০ নভেম্বর।
এবারের আইপিএল-কে সেরা আইপিএল আয়োজন করতে তত্পর আমিরশাহি ক্রিকেট বোর্ড।