আকাশ শাসন করতে পারে অবিশ্বাস্য গতিসম্পন্ন এইসব বিমান
লকহিড ওয়াই এফ ১২-আকাশে শত্রু বিমানকে তাড়া করার ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই। উড়তে পারে ৮০,০০০ ফিট পর্যন্ত। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৩২০০ কিলোমিটার।
এক্স বি সেভেন্টি এ ভোলকায়ার-নর্থ অ্যামেরিকান অ্যাভিয়েশেন এই বিমানটি তৈরি করেছে মার্কিন বিমানবাহিনীর জন্য। শব্দের চেয়ে তিনগুণ বেগে উড়তে পারে এই বিমান। উঠতে পারে ৭০,০০০ ফিট পর্যন্ত।
এক্স-১৫-নাসা ও মার্কিন বায়ু সেনার কাছে রয়েছে এই বিমান।১০২,১০০ ফিট উচ্চতা পর্যন্ত ওড়ার রেকর্ড রয়েছে এই বিমানের। শব্দের তুলনায় ৬ গুণ বেশি গতিতেও উড়ছে এই বিমান।
এক্স ৫১এ ওয়েভরাইডার-২০১৩ সালে নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছিল মার্কিন বিমান বাহিনীর এই পরীক্ষামূলক হাইপারসোনিক জেট। উড়েছিল শব্দের থেকে ৫ গুণ বেশি গতিবেগে।
এস আর ৭১-এই বিমানের ডাকনাম ব্ল্যাক বার্ড। মনুষ্যচালিত বিমানগুলির মধ্যে এটির ক্ষমতা অসামান্য। ১৯৭৬ সালেই শব্দের থেকে তিনগুণ গতিতে উড়ে এটি একটি রেকর্ড গড়ে ফেলে।