Israel-Hamas Conflict: `প্রেস` লেখা সত্ত্বেও গাড়িতে ইজরায়েলি বিমানহানা! গাজায় একসঙ্গে খুন ৫ সাংবাদিক...
গাজার একটি হাসপাতালের পাশে ইজরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিমান হামলায় দক্ষিণ গাজ়ায় ওই পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানিয়েছে।
আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিয় তুলছিলেন। তখন তাঁদের সম্প্রচার গাড়িটিতে ইজরায়েলি বিমান বোমা ফেলে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয়।
সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের হামলায় কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুজন।