ভাইরাল ফিভারে আশ্চর্য কাজ দেবে, প্রয়োগ করে দেখুন এই ৪ ঘরোয়া টোটকা
ছোটবড় সবাইকেই প্রবল বিপাকে ফেলে হঠাৎ হানা দেওয়া ভাইরাল ফিভার। শরীরে অসহ্য যন্ত্রণা, গলা ব্যাথা, সর্দি সহ বহুকিছু নিয়ে নাজেহাল হতে হয় রোগীকে। বাড়াবাড়ি হওয়ার আগেই সাবধান হতে ব্যবহার করা যেতে পারে এই ঘরোয়া টোটকা।
শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ধনে বেশ ভালো কাজ দেয়। এর মধ্যে থাকা অ্যান্টিবায়েটিক যৌগ ভাইরাল ফিভারে ভালো কাজ করে। চায়ের মতো ধনে পাতার স্যুপ করেও খাওয়া যেতে পারে। ফল মিলবে।
তুলসী পাতার মধ্যে রয়েছে জীবাণুনাশক ক্ষমতা। ব্যাকটেরিয়া প্রতিরোধে খুব ভালো কাজ করে তুলসী। ভাইরাল ফিভার তাড়াতেও ভালো কাজ দেয় এই তুলসী। এক গ্লাস জলে একমুঠো তুলসী পাতা দিয়ে তাতে আধ চামচ লবঙ্গ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর ওই জল ফুটিয়ে অর্ধেক করে ফেলুন। নিয়মিত পান করতে শুরু করুন। ভাইরাল ফিভার জব্দ হবে।
ভাইরাল ফিভারে ভালো কাজ দেয় ভাতের ফ্যান। ভাইরাল ফিভার বুঝতে পারলে প্রয়োগ করা যেতে পারে এই টোটকা। এতে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পাবে। সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
ভাইরাল ফিভারে মেথি ভালো কাজ করে। আধ কাপ জলে এক চামচ মেথি দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে ওই জল খেলে ফেলুন। কয়েকদিন ওই জল খান। দেখবেন ভালো কাজ দিচ্ছে।