রাতে বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বড়রা, আচমকাই ঝলসে গেল ৫ জনের শরীর! বাড়ির ভিতরেই ভয়ঙ্কর ঘটনা
রাতে খাওয়ার পর সকলে ঘুমোতে চলে গিয়েছিলেন। বাড়ির বাচ্চাগুলো আগেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুমের মধ্যেই যে বিপদ এইভাবে প্রাণঘাতী হয়ে উঠবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ।
ঘুমের মধ্যে হালকা তাপ অনুভূত হয়েছিল, কিন্তু পুরো বিষয়টা বুঝে ওঠার আগেই তাড়াতাড়ি ভয়ঙ্কর আকার নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে রান্নাঘর, শোওয়ার ঘর। গোটা বাড়ি তখন জতুগৃহ।
বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের পিয়ারডাঙা গ্রামের বাসিন্দা শেখ বাসার আলির বাড়িতে ভয়ঙ্করকাণ্ড। ঘুমের মধ্যেই আগুনে ঝলসে গেল শিশু-সহ বাড়ির পাঁচ জন।
শিশুদের উদ্ধার করতে গিয়েই স্থানীয় এক যুবক অগ্নিদগ্ধ হন, তাছাড়াও বাড়ির বাকি সদস্যরাও আহত হন। পরে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নেভান।
আহতরা আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি। প্রাথমিক অনুমান রান্নার গ্যাস লিক করার কারণে এই আগুন লাগে।