এই প্রথম বারাণসীর গঙ্গায় বিলাসবহুল প্রমোদতরী

Sun, 02 Sep 2018-3:18 pm,

গঙ্গার বুকে ভাসছে অলকানন্দা। ভারতের এই প্রথম অত্যাধুনিক এবং বিলাস বহুল প্রমোদতরী চলাচল করছে বারাণসীর গঙ্গায়। সৌজন্যে নর্দিক ক্রুজলাইন সংস্থা।

বারাণসীকে আরও পর্যটনমুখী করে তুলতেই এমন অভিনব পদক্ষেপ যোগী সরকারের। খিড়কী ঘাট থেকে মোট ৮৪টি ঘাটের সঙ্গে যোগাযোগ রাখবে অলকানন্দা। 

পাঁচ তারা লাক্সারি সুবিধা পাওয়া যাবে এই প্রমোদতরীতে। ৩০ মিটার লম্বা ক্রুজের ১১০টি আসন রয়েছে। এটি দ্বিতল বিশিষ্ট।

প্রাথমিকভাবে বারাণসীতেই এই ফেরি চলাচল সীমাবদ্ধ থাকবে। এখানে প্রত্যেকটি আসনই সোফা-স্টাইলে তৈরি। গঙ্গার বুকে দাঁড়িয়েই সূর্যদোয়, সূর্যাস্ত বা সন্ধ্যার আরতির উপভোগ করতে পারেন পর্যটকরা।

জিপিএস, ওয়াইফাইয়ের সুবিধা থাকবে এই ক্রুজে। বায়োটয়লেটের ব্যবস্থা রয়েছে। খাদ্য তালিকাতেও রয়েছে অভিনব ব্যবস্থা। বারাণসীর মতো ঐতিহ্য এবং সংস্কৃতিপূর্ণ জায়গার কথা মাথায় রেখে এখানে পদেও সামঞ্জস্য রাখা হয়েছে।

বারাণসীতে যেমন কচুরী, জিলেপি বিখ্যাত, গঙ্গার বুকে বসে সকালের জলখাবারে এই খাবার পাওয়া যাবে। প্রতি দিনই আমিষ এবং নিরামিষ দুই ধরনের নানা পদের ব্যবস্থা করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

দ্বিতল বিশিষ্ট এই প্রমোদতরীর প্রথম তল সম্পূর্ণ বাতানুকুলের সুবিধা রয়েছে। এবং গঙ্গার অপরূপ পরিবেশ উপভোগ করার জন্য দ্বিতল থাকছে উন্মুক্ত।

দিনে দু’বার যাত্রা করবে এই প্রমোদতরী। সকালে এবং সন্ধেবেলায় প্রতি দিন দু’ঘণ্টা করে ১২ কিলোমিটার চলাচল করবে অলকানন্দা। এই প্রমোদতরীকে পরীক্ষামূলক ভাবে  চালিয়ে দেখা হয় কলকাতার হুগলি নদীতে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link