Flash Flood: মেঘ ভাঙা বৃষ্টিতে `পাহাড়ে সুনামি`! কেদারনাথ-সিমলায় ভয়াবহ ছবি...

SUDESHNA PAUL Thu, 01 Aug 2024-1:43 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে সিমলা-কুলু-মানালি, অন্যদিকে কেদারনাথ-তেহরি। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় হিমাচল ও উত্তরাখণ্ডে।

 

ফিরে এল কেদারনাথ বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি। কেদারনাথ যাওয়ার রাস্তার উপরই মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান নেমেছে। ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর মিলেছে। 

 

ওদিকে কেদার যাওয়ার পথে আটকে রয়েছেন ১০ হাজারের বেশি তীর্থযাত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে ৪ ধাম যাত্রাও। উদ্ধারকাজে তৈরি করা হয়েছে জরুরি হেলিপ্যাড।

 

মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান হিমাচলের সিমলা, মান্ডি, কুলুতেও। সিমলার কাছে রামপুরে এই মেঘ ফেটে বৃষ্টি নামে। দুর্যোগে নিখোঁজ কমপক্ষে ৩৬ জন।

 

সিমলার পাশাপাশি কুলুতেও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়। ভেসে গিয়েছে সেতু। গোটা হিমাচল প্রদেশ জুড়েই জারি হয়েছে বৃষ্টির রেড অ্য়ালার্ট।

 

মেঘ ভাঙা বৃষ্টিতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, যুদ্ধকালীন তত্‍পরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link